ঝাড়গ্রাম জেলা আদালতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত জাতীয় লোক আদালতে আদায় হল ৪৫ লক্ষ ৫ হাজার ২১৭ টাকা। শনিবার দুপুরে আদালত চত্বরে আটটি বেঞ্চের মাধ্যমে ২৩৯০ টি মামলার শুনানি হয়। ব্যাঙ্ক ঋণ খেলাপি, বিএসএনএল টেলিকম , মোটর ভিক্যাল , বীমা সংক্রান্ত এবং বিদ্যুৎ দপ্তরের বিদ্যুৎ বিল সংক্রান্ত মামলা সহ একাধিক বিষয়ের ২৩৯০টি মামলা আটটি বেঞ্চের মাধ্যমে শুনানি হলে ৮৫৮টি মামলার নিষ্পত্তি হয়।