নলহাটি পাথর শিল্পাঞ্চলে খাদানে ধস নেমে পাথর চাপা পড়ে ৬ জন খাদান শ্রমিকের মৃত্য। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন খাদান শ্রমিক। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ। আজ শুক্রবার দুপুর ২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলের খাদানে।