অ- সালমান রে আমার বুক খালি কইরা তুই কই গেলি রে? আমার বুকে ফিরে আয়রে বাবা- ঠিক এভাবে বৃহস্পতিবার সাত সকালে গর্ভধারিণী মা জাহানারা বেগম এবং পিতা ইয়াকুব আলীর চিৎকারে চড়িলাম চেছুড়িমাই গ্রামের চ্যাটার্জি কলোনি এলাকার আকাশ বাতাস কেঁপে ওঠে। বিগত সাত বছর পূর্বে সালমান খান মালয়েশিয়া চলে গিয়েছিলেন কর্মসূত্রে। সাত বছর ধরে ওই জায়গায় কাজ করছেন।