ভয়াবহ রূপ নিয়েছে পশ্চিম রতনপুরের নদী ভাঙ্গন। গঙ্গার ভয়াল ভাঙ্গনে একের পর এক বাড়িঘর আশেপাশের এলাকা সমস্ত কিছু তলিয়ে গেছে। গ্রামের এক প্রান্তের বাড়ি ঘর সমস্ত কিছু এখন নিশ্চিহ্ন হয়েছে। সরকারিভাবে ভাঙ্গন রোধের যে ধরনের কাজ করা হয়েছিল সেই কাজও ভাঙনের তীব্রতায় তলিয়ে গেছে। হাহাকার পরিস্থিতির মধ্যে ভাঙ্গনের সর্বহারা পরিবার গুলির এলাকা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এখনো ক্রমাগত ভাঙ্গন চলছে আর এই ভাঙ্গনে বাড়িঘর হারাচ্ছে পরিবার গুলি।