সাঁওতালডি থানার অন্তর্গত কাঁকী বাজার সার্বজনীন গণেশ পূজা কমিটি এ বছর পা দিল ১৮ তম বর্ষে। বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে এই পূজা উৎসব। পূজা উপলক্ষে কাঁকী বাজার চত্বর সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জায়। থানার সামনেই স্থাপন করা হয়েছে বর্ণাঢ্য গণেশ প্রতিমা। আয়োজকরা জানান, টানা পাঁচ দিন ধরে পূজা উপলক্ষে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তদের জন্য থাকবে প্রসাদ বিতরণের ব্যবস্থা। ইতিমধ্যেই প্রথম দিনেই পূজামণ্ডপ ও বাজার চত্বরে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। কমিটির