ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর পুলিসি হয়রানি বন্ধ করা। হেমতাবাদ ব্লক জুড়ে নেশা সামগ্রী বিক্রি বন্ধ করা সহ মোট ৫ দফা দাবিতে হেমতাবাদ সদর এলালায় মিছিল করার পাশাপাশি একটি দাবি পত্র হেমতাবাদ থানায় জমা দেওয়া হয়। দাবি পূর্ণ না হলে আগামীতে বৃহত্তর আন্দলোনের হুশিয়ারী দেওয়া হয়েছে। সিপিএম এর হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব রা উপস্থিত ছিলেন এই কর্মসূচি তে।