সারা বিশ্বের সাথে বাঁকুড়া জেলা জুড়েও পালিত হল ফাতেহা দোয়াজ দাহাম। আজ নবী অর্থাৎ হজরত মহম্মদের জন্মদিন। তাই এই দিনটি নবী দিবস হিসেবেও পরিচিত। এই নবী দিবস উপলক্ষে তালডাংরা রাজপুর গ্রামে রাজপুর ঈদে মিলাদুন নবী দিবস জলসা কমিটির পরিচালনায় এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আনুমানিক বিকেল সাড়ে পাঁচটা নাগাদ উপস্থিত হন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তারাশঙ্কর রায়।