বহরমপুর শহর জুড়ে প্রায় ১৮ থেকে ২০ হাজার টোটো চলাচল । যার কারণে যানজটের সম্মুখীন এলাকার সাধারণ মানুষ। প্রত্যেক দিনই বহরমপুরের রানীবাগান গির্জার মোড় লালদীঘি কল্পনা মোর খাগড়া সহ একাধিক এলাকায় যানজটের কারণে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়েও উচ্ছে প্রশ্ন। যানজট প্রসঙ্গে কি জানাচ্ছেন শহরের সাধারণ মানুষ? বিস্তারিত রইল এই বিশেষ প্রতিবেদনে