শ্রীভূমি শহরের ইরিস্কা চালকদের সমস্যা নিয়ে জেলাশাসকের দারস্থ হলেন জেলা কংগ্রেস। শনিবার ১১ টা নাগাদ জানা যায়,শ্রীভূমি শহরের ইরিস্কা চালকদের সমস্যা নিয়ে শ্রীভূমি জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদীর দ্বারস্থ হলেন জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল। শ্রীভূমি গ্রাম ও শহরের ইরিস্কা চালকের উপরে শ্রীভূমি পৌরসভার আইন ধার্য করার বিষয় নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হন তারা। এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ-সভাপতি বিশ্বজিৎ ঘোষ ও সুব্রত দেব সহ কংগ্রেসের অন্যান্যরা।