রাজ্যের পাঁচ হাজার টাকা ভাতা যথেষ্ট নয় । তাই মুখ্যমন্ত্রীর আবেদনকে কার্যত কর্ণপাত না করে এখনো দলে দলে অন্য রাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে পুরুলিয়া পরিযায়ী শ্রমিকরা । আজ সন্ধ্যায় আদ্রা ডিভিশনের পুরুলিয়া আদ্রা শাখার কুস্তাউর স্টেশনে তেমনই ছবি ধরা পড়লো পাবলিক অ্যাপ এর ক্যামেরায় ।