গাঁজা মজুত ও বিক্রির অভিযোগে ফুলিয়া দিব্যডাঙ্গা থেকে গ্রেফতার ব্যক্তিকে কৃষ্ণনগর আদালতে পাঠালো শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, রবিবার বিকেলে শান্তিপুর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ফুলিয়া দিব্যডাঙ্গা এলাকার একটি বাড়ী থেকে 80 কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। কোথা থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা এনে মজুত করেছিল ওই ব্যক্তি ও এর পিছনে আরও করা যুক্ত আছে তা জানতে সোমবার ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে NDPS আদালতে পাঠিয়েছে পলি