খড়গপুর শহরের খরিদা বাজার এলাকা। খড়্গপুরের বিগ বাজেট গণেশ পুজো গুলির মধ্যে এটি অন্যতম। সাইন স্টার boys ক্লাবের উদ্যোগে আয়োজিত এই গণেশ পূজো। পুজোর মন্ডপে যেমন আভিজাত্য তেমনি মন্ডপের ভেতরেও। বাঁসের বেত দিয়ে তৈরি মন্ডপ। তবে এই মণ্ডপের সবচেয়ে বড় আকর্ষণ মন্ডপের ভিতরে। মণ্ডপের ভেতরে গণপতি বাপ্পার সামনেই রাখা রয়েছে ৩০১ কেজি অর্থাৎ তিন কুইন্টাল 1 কেজি ওজনের বিশাল লাড্ডু।