সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কোচবিহার কোতোয়ালি থানার সামনে ভগবতী জুয়েলারি দোকানের মালিক কে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রাহকরা। প্রতারণার অভিযোগে গতকাল রাতে বাঁধের পাড়ে এলাকা থেকে ভগবতী জুয়েলার্স অন্যতম মালিক বলরাম রায় কে গ্রেফতার করে কোতোয়ালী থানার পুলিশ। বলরাম ও তার দাদা দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে গ্রাহকদের সোনা সহ নগর টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। সেইমতো তদন্ত নেমে প্রথমে দিলীপ কুমার রায় কে গ্রেফতার করে পুলিশ।