বুধবার ১১টি দাবিতে ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দিল সিপিআই(এম)। দলের ভল্কা-বারবিশা এরিয়া কমিটির পক্ষ থেকে ওই কর্মসূচি করা হয়েছে। ১০০ দিনের কাজ দ্রুত চালু, বকেয়া মজুরি প্রদান, ১০০ দিনের কাজকে বছরে ২০০ দিন করা এবং ৬০০ টাকা দৈনিক হাজিরা প্রদান করা; গ্রাম পঞ্চায়েতের সব এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা; ৬০ বছরের ঊর্ধ্বে সকল শ্রমিক, কৃষক ও খেতমজুরের জন্য ভাতার ব্যবস্থা করার মতো ১১টি দাবি জানানো হয়।