মোটরবাইকে বন্ধুকে চাপিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি পিছনে ধাক্কা মেরে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি সোমবার সন্ধ্যায় বিনপুর থানার শীলদা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রাজেশ কুমার চান্ড (৩৫)। বাড়ি শীলদা এলাকায়। মঙ্গলবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানিয়ে গিয়েছে, রাজেশ মোটরবাইকের পিছনে আকাশ দুলে নামের এক বন্ধুকে চাপিয়ে নারায়ণপুর থেকে শীলদা-বেলপাহাড়ি রাস্তা ধরে বাড়ি ফিরছিল।