মৃতের নাম আমিরুল শেখ(২০)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। দিনকয়েক আগে বাড়ির বাইরে তিনি কীটনাশক খান। পরিবারের লোকজন বুঝতে পেরে তাঁকে কাটোয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি পরিবারের লোকজন।