তথাকথিত ডবল ইঞ্জিনের সরকারের আমলে জনজাতিদের বেহাল অবস্থা। পাহাড়ে কাজ নেই, রাস্তাঘাট বেহাল, পানীয় জলের অসুবিধা তো তাদের জন্মসুত্রেই। পানিসাগর মহকুমার ভাল্লুকছড়া এলাকার মানুষরা ক্যামেরার সামনে উগরে দিলেন ক্ষোভ। রেগার ১০০ দিনের কাজের গ্যারেন্টি থাকলে কাজ হচ্ছে হাতে গোনা কয়েক দিন। রেগাও পেমেন্ট পেলে ৫০ % নেতাদের দিতে হয়। প্রধানমন্ত্রী আবাস থেকে ও বঞ্চিত তারা। টংঘর কিবা বাঁশ বেতের ঘরে বাস করছে অথচ ভাগ্যে জুটেনি প্রধানমন্ত্রী আবাসের ঘর।