২০২৬ বিধানসভার পূর্বে সংগঠনকে চাঙ্গা করতে ফের আজসু পার্টির বৈঠক ঝালদাতে. ২০২৬ বিধানসভা নির্বাচনের পূর্বে ফের বাগমুন্ডি বিধানসভা এলাকায় সক্রিয় আজসু পার্টি। রবিবার বিকেল চারটে নাগাদ ঝালদা এক ১ ব্লকের নেতাকর্মীদের নিয়ে ঝলদা শহরে এদিন একটি বৈঠক আয়োজিত হয়। সাথে মারু মসিনা এলাকায় একটি দলীয় কার্যালয় উদঘাটন হয়। উল্লেখ্য ২০২১ বিধানসভা নির্বাচনে এনডিএ জোট প্রার্থী হিসেবে বিজেপি সমর্থিত বাগমুন্ডি বিধানসভার আসনটি আজসু পার্টির ঝুলিতে যায়। আসনটি জিততে না পারলে