আলিপুরদুয়ার জেলার মধ্যে সেরা পূজা হচ্ছে হ্যামিলটনগঞ্জ অগ্ৰগামী সংঘের পুজো। তাদের এবছরের থিম খেলনা। প্রতিবছরের মতো এবছরও অগ্রগামী সংঘের পূজো মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামলো। মঙ্গলবার মহাঅষ্টমীতে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পূজা মণ্ডপে প্রচুর দর্শনার্থীদের দল লক্ষ্য করার যাচ্ছে। নব্বই দশকে ছেলেমেয়েদের এই পুজোতে এলে তাদের ছেলাবেলার কথা মনে পড়ে যাবে।