আগামী ৩১ই আগস্ট আশারামবাড়ির অন্তর্গত ৩০ নং বুথে যষশী প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi জির "মন কি বাত" কার্যক্রমের ১২৫ তম সংস্করণ শ্রবণ করবেন এর উপলক্ষে আজ খোয়াই জেলার জেলা সভাপতি শ্রী বিনয় দেববর্মা মহোদয়, মন্ডল সভাপতি শ্রী জয়ন্ত দেববর্মা মহোদয়, সহ অন্যান্য পদাধিকারীগনদের নিয়ে আশারামবাড়ি-তে এক প্রস্তুতি বৈঠকে সমবেত।