আজ 1পয়লা সেপ্টেম্বর সোমবার আনুমানিক বিকেলের দিকে।মুরারই থানার পুলিশের পক্ষ থেকে মুরারই থানা প্রাঙ্গণে পুলিশ দিবস পালন করা হল। পুলিশ দিবস উপলক্ষে মুরারই থানার কয়েকজন সিভিক পুলিশ যারা।ভালো কাজ করেছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন মুরারই থানার IC সামসের আলী,সহ অন্যান্যরা পুলিশ আধিকারিকরা সিভিক পুলিশ রা।