শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ড ইটালিয়ান মাঠ সংলগ্ন এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর ধরে এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। শুক্রবার গভীর রাতে হঠাৎই নিজের ঘরে শিবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে। এরপর রবিবার ওই মহিলাকে গ্রেফতার করা হয়। ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।