ভাঙ্গন আটকাতে জোর কদমে কাজ চলছে পশ্চিম রতনপুরে। কিন্তু কাজ চলাকালীন নদী পার তলিয়ে যাচ্ছে সাথে কাজের অংশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এমন অবস্থায় সরকারি কাজ নিয়ে তীব্র প্রশ্ন তুলছেন ক্ষোভ প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। বস্তায় ভরে বাটি বালি ফেলা হচ্ছে কিন্তু সেই কাজে কোনভাবেই ভাঙলোটকানো সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার এতটাই তীব্রতার সাথে ভাঙ্গন হচ্ছে যার ফলে কোষী নদীর দাপটে তলিয়ে যাচ্ছে নদী পার। নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কাজ করা বস্তাগুলি।সর্বত্র সরকারি টাকা লুটপাট।