পুরুলিয়া ১ নম্বর ব্লকের অন্তর্গত সিন্দ্রি চাষ রোডে আদিবাসী কুড়মি সমাজের করম নাচের অনুষ্ঠানে ডিজের উপদ্রবে অকৃষ্ট রোগী থেকে সাধারণ মানুষেরা। পুলিশের উপস্থিতিতেই এই ডিজে সাউন্ড এর উপদ্রব লক্ষ্য করা গিয়েছিল ।এ বিষয়ে প্রশাসনের কাছে বহুবার আবেদন জানিয়েছিলেন বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাতো তিনি ঠিক কি জানালেন সন্ধ্যা সাতটার সময় শুনে নেয়া যাক তার কাছ থেকেই