কাঁকসার মুচিপাড়া থেকে বাঁশকোপা আসার পথে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে দীর্ঘদিন ধরে জমে রয়েছে জল।তার মধ্যে আবার রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।ফলে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা।রীতিমত প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয় নিত্যদিন গাড়ির চালক থেকে সাধারণ মানুষদের। কাঁকসার মুচিপাড়া থেকে বাঁশকোপা যাওয়ার রাস্তার সার্ভিস রোড থেকে জল নিকাশির উদ্যোগী হল কেন্দ্রীয় গবেষণা সংস্থা সিএমইআরআই-এর বিজ্ঞানীরা। সঙ্গে ছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরাও।