এসআইআর এর বাতিলের দাবিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে বিহার জুড়ে কংগ্রেস কর্মীদের ভোটাধিকার যাত্রা চলছে। আজ ওই যাত্রায় অংশ নিতে মতুয়া সম্প্রদায়ের ৩০ জনের একটি প্রতিনিধি দল হাওড়া পাটনা জন শতাব্দী এক্সপ্রেস ধরে বিহারের ছাপরার উদ্দেশ্যে রওনা হলেন। আজ দুপুরে হাওড়া স্টেশনে বনগাঁ থেকে জড়ো হন মতুয়া সম্প্রদায়ের লোকেরা। তাদের সহযোগিতার জন্য ছিলেন কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল।