বুনো হাতির দলের তাণ্ডবে বারবিশা মৌজায় ধানখেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হল। রবিবার বিষয়টি নজরে আসে কৃষকদের। শনিবার রাতে বুনোর হাতির দলের তাণ্ডবে এলাকার কয়েক বিঘা ধানখেত নষ্ট হয়। যার ফলে মাথায় হাত পড়েছে কৃষকদের। এদিন ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন তৃণমূল কংগ্রেসের ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস। তিনি বলেন, 'বিষয়টি বন বিভাগের ভল্কা রেঞ্জের রেঞ্জ অফিসারকে জানিয়েছি।'