কলেজ ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি এবং গাড়ির চালককে মারধরের অভিযোগ হাড়োয়ার এক ভাবশালী ব্যক্তির ছেলে এবং তার দুই সঙ্গীর বিরুদ্ধে। গ্ৰেফতার দুই যুবক,অধরা মূল অভিযুক্ত। শনিবার দুপুর একটা নাগাদ ধৃতদের বসিরহাট আদালত পাঠিয়েছে হাড়োয়া থানার পুলিশ।ছাত্রীর বাবার দাবি, গতকাল রাতে তার মেয়ে সল্টলেক কলেজ থেকে চালকের সাথে বাড়ি ফিরছিল।ধৃত দুই যুবক সহ তিনজন একটি মোটরবাইকে তাদের পিছু নেয় হাড়োয়া বিদ্যাধরী ব্রীজের উপর থেকে, চলন্ত গাড়ি থেকে উত্যক্ত