গতকাল রাতে বিশালগড় থানাধীন নিচের বাজার এলাকায় বাড়ির লোকের অনুপস্থিতিতে শুভঙ্কর ভৌমিকের বাড়িতে একদল দুষ্কৃতিকারী হামলা চালায়। ভেঙে দেওয়া হয় ঘরের জানালা। বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক শুভঙ্কর ভৌমিক সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানান এই ঘটনা। এখন দেখার বিষয় উক্ত বিষয়ে প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে।