মঙ্গলবার সকালে ও দুপুরে স্বেচ্ছাসেবী সংস্থা উত্তমপ্রগতি ফাউন্ডেশন-এর উদ্যোগে মেমারি থানার অন্তর্গত দুটি শিক্ষা প্রতিষ্ঠান—আশাপুর আনন্দময়ী হাইস্কুল এবং পাহারহাটি গোলাপমনি হাইস্কুলে আয়োজন করা হল বিশেষ কর্মশালা। কর্মশালার মূল আলোচনার বিষয় ছিল— উদ্ভিদজাত সুষম খাদ্যাভ্যাস, স্পিচ থেরাপি, মিডিয়া লিটারেসি, গণমাধ্যম সচেতনতা ও পার্সোনাল ডেভেলপমেন্ট।