শনিবার জানা যায়,কয়েকদিন থেকে ভুতুড়ে কান্ড সংঘটিত হয়ে আসছে শ্রীকৃষ্ণ রাম হাইস্কুলে। সকাল ১১ টা থেকে ১২ টার মধ্যে বিশেষ করে নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা আচমকা ঢলে পড়ে অচৈতন্য হয়ে পড়ে। ফলে প্রায় প্রতিদিনই বিদ্যালয়ে সৃষ্ট এহেন ভুতুড়ে কান্ড আক্রান্তদেরকে নিয়ে অভিভাবকদের ছুটাছুটি করতে হচ্ছে হাসপাতাল সহ ওঝা বৈদ্যের বাড়িতে। অনেকের ধারণা এমন কাণ্ডে কোন অশুভ শক্তির হাত হয়েছে। শিক্ষা বিভাগের ধারণা পড়ুয়ারা অত্যাধিক গরম সহ্য করতে না পেরে অদ্ভুত আচরণ করছে।