রায়গঞ্জ শহরের ছন্দম মঞ্চে হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের ৩৩তম বার্ষিক সমাবর্তন উৎসবে অংশ নিলেন অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করা পিয়ালী বসাক। তিনি বলেন, সরকারি সহযোগিতা ছাড়া পর্বতারোহণের মতো মানসিক ও শারীরিকভাবে কঠিন খেলাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। অনুষ্ঠানে শহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন, সম্মানিত করা হয় সক্রিয় সদস্য ও বৃক্ষপ্রেমী নিশীথ বিশ্বাসকে, প্রকাশিত হয় বার্ষিক স্মারকগ্রন্থও।