দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির অন্তর্গত রানী রাসমণি পথের একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায়। অভিযোগ, বাড়ির মালিক অরুণাভ ঘোষ সম্প্রতি বাড়ির রং করার কাজ করাচ্ছিলেন। সেই সময় তিনি কলকাতায় গিয়েছিলেন।অরুণাভবাবু জানান, বৃহস্পতিবার তিনি বাড়িতে ফিরে এসে দেখেন প্রধান ফটকের তালা ভাঙা পড়ে আছে। ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে, ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।