আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনে কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী জহিরুল ইসলাম দলের হয়ে কাজ করছেন। তিনি মনোনয়ন বঞ্চিত হলেও কাজ করে যাবেন বলে হাইলাকান্দিতে বুধবার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি বিকেল পাঁচটায়।এদিকে,দলের কর্মী সমর্থকেরা তাঁকে আগামীতে মনোনয়ন প্রদানের দাবি আগে থেকে শুরু করে সাংগঠনিক কাজ শুরু করেছেন বলে স্বীকার করেন তিনি।