সাব্রুম নেতাজী পাড়ায় অবস্থিত সাব্রুম মহকুমা কারাগার ২০১৯ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে,দ্রুত চালু করার দাবি।১২ সেপ্টেম্বর বেলা দেড় ঘটিকায় সাব্রুম আদালতের বার কমিটির পক্ষ্যে এই কারাগারটি দ্রুত চালু করার দাবি জানান। ২০১৯ সালে বিচারাধীন এক দাগী আসামী এই কারাগার থেকে পালিয়ে যূয়।তারপর থেকে এই কারাগারটি বদ্ধ হয়৷ যায়।বর্তমানে সাব্রুম মহকুমা কারাগারটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।গোচারন ভুমিতে পরিনত হয়েছে।সাব্রুম মহকুমা কারাগারটি দক্ষিণ জেলার সাথে যুক্ত করা হয়