মুর্শিদাবাদের ভরতপুর এক ব্লকের অন্তর্গত সুন্দিপুর এবং নতুন ছত্রপুর গ্রামের কাছে কুয়ে নদীর বাঁধে একাধিক জায়গায় ফাটল দেখা দেওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কুয়ে নদীর ডান দিকের বাঁধের বেশ কিছু অংশে বড় বড় ধস নামে এবং ফাটল তৈরি হয়। এই ঘটনায় সন্দীপুর, ঝিকরা এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা চরম উদ্বেগে পড়েছেন। অনেকে সম্ভাব্য বন্যার আশঙ্কয় ভুগছেন।