মাস খানেক আগে নানুরের পাপুড়ি গ্রাম সংলগ্ন মাঠের মধ্যে থেকে উদ্ধার হওয়া পচাগলা মৃতদেহের অবশেষে পরিচয় মিললো DNAপরীক্ষায়। তদন্তে উঠে আসে পচাগলা মৃত দেহ টিই নিখোঁজ নাবালিকা'র।উল্লেখ্য, ১৯ জুলাই নানুরের খালা গ্রাম থেকে টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি নবম শ্রেণির ওই ছাত্রী। পরদিন পরিবারের সদস্যরা নানুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে।পরে ২৪শে জুলাই নানুরের পাপুড়ি গ্রাম সংলগ্ন মাঠের থেকে একটি পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। দেহটি নিয়ে পুলিশ খুব ধন্দে পড়ে যে মৃত দেহ।