ত্রয়োদশী তিথি উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ৫১পীঠের অন্যতম সতীপীঠ লাভপুরের ফুল্লরা সতীপীঠে আজ অর্থাৎ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত হলো বিশেষ পুজো অর্চনা। এই পুজো কে কেন্দ্র করে ছিলো ভক্তদের সমাগম চোখে পড়ার মতো।তবে এই মন্দিরে এক সময় সতীর ওষ্ঠ পড়েছিলো তখন থেকেই ওই মন্দিরের নাম করণ করা হয় ফুল্লরা। আর সেই সময় ধরেই আজও ত্রয়োদশীর দিন চলে আসছে বিশেষ পুজো ও হোমযঞ্জ। তবে সারা বছর ওই মন্দিরে দেবী ফুল্লরা দূর্গা রূপে পূজিত হয়ে থাকেন। দূর্গা পুজোর।