রাধা অষ্টমি উপলক্ষে রবিবার কীর্ণাহার চণ্ডীদাস পাট বাড়িতে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠানের। সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ পুজোর ও আয়োজন করা হয়েছিল।তবে সমগ্ৰ অনুষ্ঠান ঘিরে ছিল কবি সাহিত্যিকদের মধ্যে মনরম পরিবেশে গাথা নিবিড় আবদ্ধ। এদিন দুপুর ৩টে নাগাদ এমনটাই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়।উপস্থিত সকলের মধ্যে অন্যতম ছিলেন,বঙ্গভূষন কার্তিক দাস বাউল, বিশিষ্ট সমাজ সেবী বিজন বান্ধব দাস,সমীরণ সরকার,বিশিষ্ট সাহিত্যিক গণপতি ঘোষ, নব কুমার সরকার প্রমুখ।