আমার সই জাল দেখেই জাল বার্থ সার্টিফিকেট চিহ্নিত করা হয়েছে, কোচবিহারে জানালেন পৌরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ। উল্লেখ্য কোচবিহার পৌরসভায় জাল বার্থ সার্টিফিকেটের হদিস মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। এখনো পর্যন্ত মোট 70 থেকে 72 টি জাল সার্টিফিকেট পাওয়া গিয়েছে। জাল বার্থ সার্টিফিকেট এর বিষয় নিয়ে পুলিশের দ্বারস্থ হবে পৌরসভা বলে জানা গেছে। এপ্রসঙ্গেই কোচবিহার পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং বাচ্চা সার্টিফিকেট প্রদানকারী আধিকারিক কি জানিয়েছেন শুনে নেব