নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলো এক অষ্টম শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা তিনটা নাগাদ মাথাভাঙা ১ নং ব্লকের জোর পাটকি গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকায় মানসাই নদীতে। পরে দেহ উদ্ধার করে স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গেছে ওই ছাত্রের নাম শুভ্রনীল পাল। (১৪)। সে ডাকালীগঞ্জ হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বেলা দুটো নাগাদ পাঁচ বন্ধু মিলে শিবপুর পানা গুড়ি এলাকায় মানসাই নদীতে স্নান করতে গিয়েছিলেন।