একাধিক মামলায় অভিযুক্ত ইলিয়াস খানের দৌরাত্ম্য অব্যাহত। ক্রমাগত ভয় দেখানো, সাশানি, গালিগালাজ, মারধরের হুমকি,,, প্রাণভয়ে অবশেষে আরো একবার কালিয়াচক থানা পুলিশের দ্বারস্থ হল কাপড় ব্যবসায়ী রহিম বিশ্বাস। মালদার কালিয়াচক থানার জালালপুর এলাকার বাসিন্দা রহিম বিশ্বাস। কয়েক বছর আগে তাকে অপহরণ করার অভিযোগ উঠেছিল এই ইলিয়াস খানের বিরুদ্ধে। জামিনে মুক্তি পাওয়ার পর আবার এলাকা জুড়ে সন্ত্রাস শুরু করেছে সে বলে অভিযোগ।