ওবিসিদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এমন অভিযোগ তুলে শুক্রবার বিকেল তিনটায় বালুরঘাটে বিক্ষোভ প্রদর্শন করল দক্ষিণ দিনাজপুর ওবিসি অধিকার রক্ষা মঞ্চ। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয় ওবিসি অধিকার রক্ষা মঞ্চের ব্যানারে। দক্ষিণ দিনাজপুর ওবিসি অধিকার রক্ষা মঞ্চের জেলা কনভেনার প্রদীপ কুমার সরকার জানান, রাজ্য সরকার সংখ্যালঘু তোষণ করছে।