বিজেপি কাকরাবন মণ্ডল মহিলা মোর্চা কংগ্রেস (আই) নেতাদের অপপ্রচারের বিরুদ্ধে কাকরাবন থানা-র অধীনে হদ্রা একটি বিক্ষোভ সমাবেশ/পাঠ সভা আয়োজন করে। এই অনুষ্ঠানে শ্রীমতী শুকলা মজুমদার মহিলা মোর্চা বিজেপির জেলা সভাপতি, কাকরাবন ব্লকের ভাইস চেয়ারম্যান প্রণব দাস, বিজেপি নেতা বল্লভ চন্দ্র দে এবং অন্যান্য স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।