বিডিও অফিস সংলগ্ন শ্রীবিষ্ণু কোল্ডস্টোরের বিপরীতে বাইক দুর্ঘটনায় এক ৭ বছরের বালকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে গুরুতর জখম ১ ব্যক্তি ও এক শিশু কন্যা কে পুলিশ উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। গুরুতর জখমকে আরামবাগ মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। জানা যায় ১লা বৈশাখ উপলক্ষে দেবাশীষ জানা( ৩৭)বাড়ি পুরশুড়ার জঙ্গলপাড়ায়।বাবার নাম দেবাশীষ জানা, ছেলের নাম কৃষ্ণেন্দু জানা ৭ বছর (মৃত), মেয়ের নাম কৃতিকা বয়স ৩ বছর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।