বীরভূমের রামপুরহাট থানার বৈধরা ব্যারেজে স্নান করতে নেমে "তলিয়ে গিয়ে মৃত্যু হলো দুই কিশোরের, মৃতদের নাম রিকি শেখ (১২)ও ইজাজ শেখ(১২) তাদের বাড়ি রামপুরহাট থানার সৈপুর গ্রামে। শুক্রবার দুপুরে ৯ জন বন্ধু মিলে স্নান করতে যায় বৈধরা জলাধারে, সে সময় তলিয়ে যায় তিনজন, একজন ছাত্রকে উদ্ধার করা গেলেও বাকি দুজন তলিয়ে যায়,বিকেলে দুইজন কিশোরের মৃতদেহ উদ্ধার হয়।এ