বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত রামপুরহাট উত্তর চক্রের অন্তর্গত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি ৫৪টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণময় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার, দুনিগ্রাম নিম্ন বুনিয়াদি বিদ্যালয় প্রাঙ্গণে। মঙ্গলবার দুপুরবেলা শুরু হওয়া এই প্রতিযোগিতায় মোট ১৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। নৃত্য, সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, নাটক, একক অভিনয়, সাধারণ জ্ঞান ও কুইজ সহ বিভিন্ন বিষয়ে শিশুদের অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসনীয়।