রেলের প্রযুক্তিগত কিছু কাজের জন্য সপ্তাহব্যাপী রোলিং ব্লকের কারণে আগামীকাল অর্থাৎ ২৬ আগস্ট 68056 এবং 68060 টাটানগর আসানসোল বরাভূমের মধ্যে চলাচলকারী দুটি মেমু প্যাসেঞ্জার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে । রেল সূত্রে জানা গিয়েছে আগামীকাল এই দুটি ট্রেন আদ্রা আসানসোলের মধ্যে চলাচল করবে না ।