Thakurpukur Mahestola, South Twenty Four Parganas | Aug 23, 2025
আজ অর্থাৎ শনিবার রাত্রি আনুমানিক আটটা নাগাদ ঠাকুরপুকুর-মহেশতলা ব্লক অন্তর্গত কালিতলা আশুতি থানা ও উৎসব সমন্বয় সমিতির পরিচালনায় পাক্ পুজো প্রস্তুতি ও বিগত বছরের উক্ত ব্লকের সেরা ক্লাবগুলিকে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ মন্ডল