ব্যবহার করা ac মেশিন বিক্রির প্রলোভন দেখিয়ে অনলাইনে 1 লক্ষ 30 হাজার টাকা আর্থিক প্রতারণার শিকার এক যুবক। ঘটনায় সোমবার চাকদা থানা ও সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের প্রতারিত যুবকের। সূত্রের খবর, শান্তিপুরের বাসিন্দা এক পেশায় ac মিস্ত্রী এক যুবককে গত মাসের 30 তারিখ সেকেন্ড হ্যান্ড ac বিক্রির জন্য ফোন করে রাকেশ নামের এক ব্যক্তি। অভিযোগ প্রথমে শান্তিপুরের দোকানের কথা বললেও পরে চাকদার একটি দোকানের নাম বলে। পরে ওই যুবক চাকদার ওই দোকানে গেলে তাকে প্রতিশ্রুতি মতন